সিলেটবাসীকে ড. এনামুল হক চৌধুরীর ঈদুল ফিতরের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৮:০৯:৩০ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ও বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। ঈদ আনন্দে অসহায় মানুষদের শামিল করতে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এক মাস রোযা রেখে সিয়াম পালন মানুষকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মুত্তাকি হিসেবে গড়ে তুলে। এর আলোকে নিজেকে পরিচালিত করার শপথ নিতে হবে। স্ব স্ব অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। সবার ঈদ আনন্দে দরিদ্র মানুষগুলোকে শামিল করতে হবে।
তিনি বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিস্ট হাসিনামুক্ত দেশে নিরাপদে বাধাহীন চিত্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতার পরিবারে এবারের ঈদের খুশী ম্লান। আহত অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। এসব পরিবারের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তাদেরকে ঈদ আনন্দে শামিল করতে হবে। ঈদ মহান রবের পক্ষ থেকে বিশেষ রহমত। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক। বিজ্ঞপ্তি