এমসি কলেজের দেড় শতাধিক কর্মচারীর মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৮:১৮:৫১ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রায় দেড় শতাধিক কর্মচারীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এমসি কলেজ শাখার উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এমসি কলেজ শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুছান্নার সঞ্চালনায় ও সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ।
এসময় তিনি বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই মানুষের পাশে থাকে এবং পাশে থাকার চেষ্টা করে। এত এত কঠিন পরিস্থিতিতেও এমন কোনো বছর নেই যখন মানুষের কাছে ছাত্রশিবির আসে নাই। ইসলামী ছাত্রশিবির সবসময়ই চেষ্টা করে তার সাধ্যের আলোকে পাশে দাঁড়ানোর। কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী সকলকে নিয়েই একটি পরিবার। আমরা এই পরিবারের সদস্য হিসেবেই আপনাদের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যথাসাধ্য চেষ্টা করে সকলের পাশে দাঁড়ানোর।
এসময় আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিলেট মহানগরের প্রকাশনা সম্পাদক এনামুল ইসলাম।
এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাঈল খান বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির তার সৃষ্টিলগ্ন থেকে সব সময় মানবিক কাজ অব্যাহত রেখেছে। এমনকি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় হাজারো জুলুম নির্যাতনের মধ্যে একদিনের জন্য তার কাজ বন্ধ করেনি। আমরা কথা দিলাম এই এমসি কলেজে যতদিন থাকবে, ছাত্রশিবিরও ততদিন থাকবে এবং শিবির প্রতিটি মায়ের, বাবার সন্তানের ভূমিকা পালন করবে।