গোয়াইনঘাটে জিএসসির নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৮:৪৫:৫৪ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটের প্রত্যন্ত জনপদে ‘ঈদ স্মাইল প্রজেক্ট’ এর আওতায় নগদ অর্থ প্রদান করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। শনিবার উপজেলার সদর ইউনিয়নের দেওয়ার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৫০ জন সুবিধাবঞ্চিতদের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।
শালিস ব্যক্তিত্ব আলাউদ্দিনের সভাপতিত্বে এবং জেএসসি সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক -চিকিৎসক মুনশী ইকবাল, রাজনৈতিক নেতা আতিকুর রহমান, জালাল উদ্দিন ও আব্দুস সালাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শামসুর রহমান ফাউন্ডেশন এর সদস্য সচিব গবেষক জিবলু রহমান। বিজ্ঞপ্তি