বাস টার্মিনালে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৮:৪৮:১২ অপরাহ্ন
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নিসচার ক্যাম্পেইনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, বিআরটিএ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মাহফুজুর রহমান, বিআরটিএ সিলেটের উপপরিচালক (ইঞ্জি:) মোঃ ডালিম উদ্দীন, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, মোটরযান পরিদর্শক মো: জিল্লুর রহমান চৌধুরী, আব্দুর বারী, টিআই মোশাররফ হোসেন, নিসচা সিলেট জেলা শাখার সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সদস্য আব্দুল হাছিব, আবু জাবের, ফাহিম আহমদ, সুহেল চৌধুরী, রাজিব ঘোষ, আব্দুস সুবহান আজাদ, ইমরান আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি