মিরাবাজারে যুবদলের ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৮:৫০:১০ অপরাহ্ন
শুক্রবার বিকাল ৫টায় মিরাবাজার ইউনিট যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদর্শনায় নগরীর মিরাবাজার এলাকায় যুবদলের ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।
সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আফজন খান পাপলুর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আহমদ শিপনের পরিচালনায় ইফতার বিতরণপূর্ব এক সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কয়েস আহমদ, ইসহাক আহমদ, যুগ্ম সম্পাদক শহিদুদজ্জান সুমন, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ফুরুক আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনার খান, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সুমন আহমদ, সিলেট মহানগর যুবদলের সদস্য মতিউর রহমান মতি, কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মুক্তার আহমদ, ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সালাম ভূইয়া, আরমান আহমেদ, যুবদল নেতা করিম আহমদ, ফয়সল আহমেদ, সপন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি