দেশ ও জাতি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে : ইমদাদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৮:৫৯:৩৪ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, আজকে দেশ ও জাতি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল গত ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করতে ফ্যাসিস্ট, পরাজিত, অপশক্তি পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য অপতৎপরতা চালাচ্ছে। তাই আপনাদের সজাগ থাকবে হবে যাতে এই ষড়যন্ত্রকারীরা নতুন অর্জনকে ও শহিদের রক্ত বৃথা না যায়।
তিনি শনিবার গুম হওয়া ইফতেখার আহমদ দিনার ও জুনেদের বাড়িতে ঈদ উপহার প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, রহিম মল্লিক, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনজু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ঈসলাম রফিক, তারেক আহমদ খান, লুতফুর রহমান মোহন খায়রুল ইসলাম খায়ের, আব্দুল আজিজ লাকী, সৈয়দ রহিম আলী রাশু, সায়েদ আহমদ, জাকারিয়া আহমদ, মুনিম আহমদ, বেলাল আহমদ, আব্দুল হোসেন, শামরুল ইসাম, বেলাল আহমদ ও রণি পাল প্রমুখ। বিজ্ঞপ্তি