সমাজসেবী সফিক উদ্দিনের ইন্তেকাল, দাফন সম্পন্ন : জালালাবাদ সম্পাদকের শোক
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৫, ৯:০২:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দৈনিক জালালাবাদ সিন্ডিকেটের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও নগরীর মদীনা মার্কেট এলাকার বাসিন্দা প্রবীণ মুরব্বী সফিক উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার বিকেলে চিকিৎসাধিন অবস্থায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে মারা যান।
শনিবার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোস্তাক আহমদ খান। জানাযায় অংশ নেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের নায়েবে আমীর মরহুমের ছোট মেয়ের জামাই প্রভাষক রেহান উদ্দিন রায়হান, বিএনপি নেতা আমীর হোসেন, মাওলানা তাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা ফারুক আহমদ মিসবাহ, কয়সর জাহান, ফালাহ উদ্দিন আলী আহমদ, ডা. কে এম আক্তারুজ্জামান ও আলহাজ্ব আব্দুল কাদির খান। এছাড়া জানাযায় বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুম সফিক উদ্দিন আহমদ দৈনিক জালালালাবাদ সিন্ডিকেটের সদস্য ছিলেন। এছাড়া তিনি সিটি পলি ক্লিনিকের চেয়ারম্যান, ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জালালাবাদ সম্পাদকের শোক
দৈনিক জালালালাবাদ সিন্ডিকেটের অন্যতম সদস্য, সমাজসেবী ও শিক্ষানুরাগি সফিক উদ্দিন (৮১) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-ঊন-নূর।মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এক শোক বার্তায় তিনি বলেন, সফিক উদ্দিনের মৃত্যুতে আমরা সমাজসেবী শিক্ষানুরাগি ব্যক্তিত্বকে মানুষকে হারালাম। আল্লাহ পাক তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।