হাওরে মাছ ধরা ১মাস বন্ধ
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৫, ৫:৫৩:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সমুদ্র, নদীর মতো হাওরেও ১মাস মাছ ধরা নিষিদ্ধ করছে সরকার। গত ২৫ মার্চ এ ধরনের প্রস্তাবের প্রজ্ঞাপন প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বছরের একটি নির্দিষ্ট সময় প্রতি বছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত এক মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট, ১৯৫০’-এ দেওয়া ক্ষমতাবলে সরকার ‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫’-তে সংশোধন এনে হাওরে মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। বিধিমালায় নতুন একটি বিধি সংযোজন করা হয়েছে।
বিধিমালা সংশোধনের প্রাক-প্রস্তাবে বলা হয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারের হাওরগুলোতে প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ সংশোধনী সম্পর্কে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রজ্ঞাপন গেজেটে প্রকাশের সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে। সরকার তা প্রয়োজনে বিবেচনা করবে।