সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ১২:২৭:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩১ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসএমপি’র মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাত ১০টা ১৫ মিনিটে চিতা-৩ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) প্রণজিৎ মন্ডল ও এএসআই (নিঃ) আল ইমরান বিন রাজ্জাকের নেতৃত্বে একটি দল এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফুড পার্কের সামনে পাকা রাস্তার ওপর থেকে পশ্চিম বাইশটিলার মোহাম্মদ নাজিম উদ্দিন (২৮), পিতা-মোঃ সেলিম মিয়া, মাতা-মোছাঃ দিলারা বেগম, ডাকঘর-লাখাউরা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩.১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯,৩০০ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করেন এসআই (নিঃ) প্রণজিৎ মন্ডল।
ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা (মামলা নং-২৩, তারিখ: ৩০/০৩/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।