বিশ্বম্ভরপুরে পুসাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ১২:৩৪:১৪ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ ২০২৫) বিশ্বম্ভরপুর বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এই মাহফিলে সংগঠনের উপদেষ্টা, সাবেক সদস্য এবং বর্তমান সদস্যসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের ইফতারপূর্ব আলোচনা সভায় পুসাবের সভাপতি ও শাবিপ্রবি শিক্ষার্থী নুসরাত জাহান জেরিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজবাহ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পূবালী ব্যাংকের কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মা এগ্রো ফার্মার স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আলম সাগর, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনূর রশিদ, এমসি কলেজের সহকারী অধ্যাপক শামীমূল হাসান, হুসাইন্স বিজনেস কনসালট্যান্ট লিমিটেডের চেয়ারম্যান তফাজ্জল হোসাইন বাবুল, কাপনা জালালিয়া মাদরাসার শিক্ষক মোহন মিয়া বাচ্চু।
অনুষ্ঠানে পুসাবের বৃত্তি বিষয়ক সম্পাদক ও শাবিপ্রবি শিক্ষার্থী মোহাম্মদ আল মাসুম দোয়া পরিচালনা করেন। আলোচনায় বক্তারা মাহে রমজানের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং পুসাবের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
ইফতার মাহফিল শেষে সংগঠনের আগামী কর্মপরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পুসাবের সভাপতি নুসরাত জাহান জেরিন ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বলেন, “পুণ্য অর্জনের পাশাপাশি পুসাবের ইফতার আয়োজনের অন্যতম উদ্দেশ্য সিনিয়র অ্যালামনাইদের সঙ্গে বর্তমান সদস্যদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা।”
বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় পুসাব। সংগঠনটি শিক্ষার্থীদের মেধাবিকাশ ও শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।-বিজ্ঞপ্তি