সিলেটে শহীদ পরিবারের মাঝে পুনাকের ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ১২:৫৯:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট।
৩০ মার্চ ২০২৫ (শনিবার) সকাল ১০টায় সিলেট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট জেলা পুনাকের সভানেত্রী রুনা আফরোজ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সিলেট জেলা পুলিশ অধিকৃত এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া ১২ জনের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপহার বিতরণ শেষে পুনাক সভানেত্রী রুনা আফরোজ এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এই উদ্যোগকে শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শনের একটি মানবিক প্রয়াস হিসেবে প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।