সিলেটে পুলিশের অভিযানে ৪৬৭ বস্তা ভারতীয় চিনি আটক
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ১:০৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪৬৭ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। শনিবার (৩০ মার্চ ২০২৫) সকাল ৬টার দিকে এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তিনটি ট্রাক থেকে এসব অবৈধ চিনি উদ্ধার করা হয়।
চেকপোস্টে পুলিশের সিগন্যাল অমান্য করে তিনটি ট্রাক দ্রুতগতিতে সিলেট শহরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের দল পিছু ধাওয়া করলে চালক ও ট্রাকে থাকা লোকজন মালনীছড়া চা-বাগানের ভেতর ট্রাকগুলো ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে এসআই (নিঃ) আব্দুল আজিজের নেতৃত্বে ৪৬৭ বস্তা ভারতীয় চিনি ও চোরাচালানে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। এসব চিনির বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৪৫ হাজার ৯৬০ টাকা।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, চোরাচালান রোধে তাদের বিশেষ অভিযান চলমান থাকবে।