ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের আনন্দমুখর ঈদ উদযাপন
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ১:১১:৩৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ::
ধর্মীয় আবেগ, স্মৃতির টান আর উৎসবের উচ্ছ্বাসে ফিনল্যান্ডের আকাশেও প্রতিধ্বনিত হয়েছে “ঈদ মোবারক!” দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, রবিবার (৩০ মার্চ) ফিনল্যান্ডের প্রবাসী মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে।
রাজধানী হেলসিংকির ভানতা কামপো স্পোর্টস সেন্টারে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ঈদের দুটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল ৮:১৫ মিনিটে এবং দ্বিতীয়টি সকাল ৯:১৫ মিনিটে।
জামাতে ইমামতি করেন মাওলানা বশির আহমেদ ও হাফেজ মো. রহমত উল্লাহ। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঈদের দিনে প্রবাসীরা একত্রিত হয়ে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশাজীবী।
ঈদ উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের বাহার। পোলাও, বিরিয়ানি, মাংস, সেমাই, পিঠা-পায়েসের সুগন্ধে ভরপুর ছিল প্রবাসী বাংলাদেশিদের ঘর। একে অপরের বাড়িতে নিমন্ত্রণ আর আপ্যায়নের মধ্য দিয়ে ঈদের খুশি ভাগাভাগি করেছেন সবাই।
হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের জন্য ব্যাকুলতা ছিল চোখে পড়ার মতো। কেউ ফোন বা ভিডিও কলে পরিবার-পরিজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, কেউবা স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়েছেন।
ঈদ শুধু উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবিকতার অনন্য উপলক্ষ। ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন একতার বন্ধনে, তৈরি করেছেন প্রবাসের বুকে একখণ্ড বাংলাদেশের আবহ।