সুনামগঞ্জে সংবাদকর্মীদেরকে ঈদ উপহার দিল জাতীয় সাংবাদিক সংস্থা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ৮:৩৬:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অসচ্ছল সংবাদকর্মীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্যে উপহার প্রদান করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) রাতে শহরের পশ্চিম বাজারস্থ দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন কার্যালয়ে স্থানীয় অসচ্ছল সংবাদকর্মী ও পত্রিকা সরবরাহকারীদের মধ্যে এই ঈদুল ফিতর উপহার প্রদান করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক নেতা আল হেলাল সংগঠনের পক্ষে এই উপহার সামগ্রী প্রদান করেন। এসময় সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক আজকালের খবর প্রতিনিধি কবি মুহাম্মদ আমিনুল হক,দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,সংস্থার সাংগঠনিক সম্পাদক সংবাদ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি রাজু আহমেদ রমজান,দৈনিক সুনামকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর,বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সাংবাদিক পুত্র আরিফুল ইসলাম জোহান ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক অফিস সহায়ক বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতর উপহার প্রদানকালে সাংবাদিক নেতা আল হেলাল বলেন,জাতীয় সাংবাদিক সংস্থা সারা দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি শীর্ষ সংগঠণ। এই সংগঠণ সবসময় পেশাদার সাংবাদিকদের সকল ন্যায়সঙ্গত দাবী আদায়ে বলিষ্ট নেতৃত্ব প্রদান অব্যাহত রেখেছে। সরকারের নিবন্ধনপ্রাপ্ত এই সংগঠনটি মনে করে মহান পেশা সাংবাদিকতায় নিবেদিত সাংবাদিকরা সবসময় খবরের পেছনে পড়ে থাকেন। অন্যের খবর সংগ্রহ ও প্রচার প্রসারে ব্যস্ত সময় অতিবাহিত করতে গিয়ে নিজের ও পরিবার পরিজনের প্রয়োজন পূরনেও তারা অগ্রসর হতে পারেননা। তাই অসচ্ছল ও অসহায় সাংবাদিকদের সঞ্চিত কষ্ঠের কথা অনেকেই জানেননা বা তাদের কষ্ট লাগবের চিন্তা সকলের কাছে সমানভাবে গুরুত্ব পায়না। তিনি আরো বলেন,পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জের সাংবাদিকদের পাশে দাড়িয়েছে। এই সেবামূলক কাজটির মাধ্যমে আমরা দেশের রাষ্ট্র,সরকার,প্রশাসন ও সমাজের বিত্তবাণ মানুষদের মাঝে সাংবাদিকদের সুরক্ষায় ও সকল প্রকার সহযোগীতায় এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানাই।