মাধবপুরে চাঁদ রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ৮:৫৮:২২ অপরাহ্ন
হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চাঁদ রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫) প্রায় পাঁচ বছর আগে প্রেম করে পাশের গ্রাম মীরনগরের মোহাম্মদ আলীর মেয়ে আঙ্গরা বেগমকে (২১) বিয়ে করেন। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।
বিয়ের পর নাজমুল মাদক পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে এবং মাদক সেবন ও পাচারে আসক্ত হয়ে পড়ে। চাঁদ রাতের রাতে পারিবারিক কলহের জেরে নাজমুল তার স্ত্রী আঙ্গরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে ভোরে শ্বশুরবাড়িতে ফোন করে জানান যে আঙ্গরা অসুস্থ। এরপর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ঈদের দিন সোমবার সকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান।
এ বিষয়ে ওসি আব্দুল্লা আল মামুন জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।