অ্যাপলকে ফ্রান্সের ১৫০ মিলিয়ন ইউরো জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ৯:১০:৫৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ::
অ্যাপ ট্র্যাকিং গোপনীয়তা নীতি সংক্রান্ত অনিয়মের কারণে ফ্রান্সের প্রতিযোগিতা কর্তৃপক্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ১৫০ মিলিয়ন ইউরো (প্রায় ১৬২ মিলিয়ন ডলার) জরিমানা করেছে। সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
ফ্রান্সের নিয়ন্ত্রক সংস্থার মতে, অ্যাপল যেভাবে তাদের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (ATT) সফটওয়্যার কার্যকর করেছে, তা ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার জন্য প্রয়োজনীয় বা যথাযথ নয়। বরং এটি তৃতীয় পক্ষের প্রকাশকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
জরিমানার পাশাপাশি, অ্যাপলকে সাত দিনের জন্য তাদের ওয়েবসাইটে এই সিদ্ধান্ত প্রকাশ করতে হবে।
ফ্রান্সের পাশাপাশি জার্মানি, ইতালি, রুমানিয়া ও পোল্যান্ডের প্রতিযোগিতা কর্তৃপক্ষও অ্যাপলের বিরুদ্ধে একই ধরনের তদন্ত চালিয়ে যাচ্ছে। অ্যাপল এটিটিকে গোপনীয়তা সুরক্ষার পদক্ষেপ হিসেবে প্রচার করলেও, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো এটিকে প্রতিযোগিতা বিরোধী পদক্ষেপ হিসেবে দেখছে।
এদিকে, এই জরিমানার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা আজকের সিদ্ধান্তে হতাশ, তবে ফ্রান্সের প্রতিযোগিতা কর্তৃপক্ষ এটিটিতে কোনো নির্দিষ্ট পরিবর্তন আনতে বলেনি।”
২০২১ সালে চালু হওয়া অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (ATT) ফিচারটি ব্যবহারকারীদের অনুমতি না নিয়ে তাদের অ্যাপ ও ওয়েবসাইটে ট্র্যাকিংয়ের সুযোগ বন্ধ করে দেয়। তবে সমালোচকরা দাবি করছেন, অ্যাপল এই ব্যবস্থার মাধ্যমে নিজস্ব বিজ্ঞাপন পরিষেবাকে এগিয়ে রাখছে এবং প্রতিযোগীদের সীমিত করছে।
ফ্রান্সের প্রতিযোগিতা কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে, অ্যাপলের সিস্টেম ব্যবহারকারীদের বিজ্ঞাপন ট্র্যাকিং থেকে বের হতে একবার নয়, বরং দুইবার অনুমতি দিতে বাধ্য করে। এতে তৃতীয় পক্ষের অ্যাপ প্রকাশক ও বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
এই রায়ের ফলে অ্যাপলের ব্যবসায়িক নীতিতে কোনো পরিবর্তন আসে কিনা, তা এখন প্রযুক্তি ও ব্যবসায়িক মহলের নজরে রয়েছে।