ঈদের শিক্ষা ঐক্য ও সমঝোতার বার্তা বহন করে : প্রধান উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ৯:২৩:০৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ::
এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ঈদের মূল শিক্ষা হলো নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে ফেলে ঐক্যের পথে এগিয়ে যাওয়া। জাতি ও সমাজকে ঐক্যবদ্ধ করা এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য আশীর্বাদ। ঈদের দিন আমাদের মধ্যে যে দূরত্ব ছিল, তা দূর করে কোলাকুলির মাধ্যমে আমরা একে অপরকে আপন করে নিতে পারি। ধর্মের বিধান অনুযায়ী, এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও সংহতির প্রতীক।’
তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরস্পরের প্রতি সহনশীল হতে হবে এবং শুধু সহনশীলতাই নয়, আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতে হবে। তাহলেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে।’
ড. ইউনূস বলেন, ‘আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ স্বাধীনভাবে চলতে পারে, ভয় ও অনিশ্চয়তার মধ্যে না থাকে। আমরা শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের শান্তির জন্যও প্রার্থনা করি।’
প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজকের মিলনমেলা আমাদের জন্য সৌভাগ্যের। এতজন মানুষের সঙ্গে একসঙ্গে দেখা করতে পেরে আমি কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘ঈদ আমাদের শিক্ষা দেয়, একসঙ্গে চলার, ঐক্যবদ্ধ থাকার। জাতি হিসেবে আমাদের এক হতে হবে, বিভেদ ভুলে সমাজের মঙ্গলের জন্য কাজ করতে হবে।’
ড. ইউনূস বলেন, ‘এই ঈদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে— আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে জাতির অগ্রগতির পথে এগিয়ে যেতে পারি। পারস্পরিক দূরত্ব ভুলে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই।’
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।