শহীদ পরিবারের সঙ্গে ঈদের কুশল বিনিময় জামায়াত আমিরের
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৫, ১১:৩৪:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ::
ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ তামীম ও শহীদ সিফাতের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর তিনি মিরপুরে শহীদদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের খোঁজ-খবর নেন এবং শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে অংশ নেওয়ার পর ঈদের শুভেচ্ছা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর এবার দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে। তবে ঈদ হলেও দেশের অনেক মানুষের ঘরে আজ আনন্দ নেই। অনেক মা তাদের সন্তানদের জন্য আজও অশ্রু ফেলছেন।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষ হত্যা করেছে, তাদের বিচার হতেই হবে। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি।”
জামায়াত আমির বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রক্তের হোলি খেলা হবে না। যেখানে মানুষের জীবনকে তুচ্ছ হিসেবে গণ্য করা হবে না, বরং ভালোবাসা, সম্মান, মর্যাদা ও সমতার ভিত্তিতে মানুষ বসবাস করতে পারবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “এই ন্যায়ভিত্তিক সমাজ কেবল আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। আমরা ক্ষুধামুক্ত, ন্যায়বিচারপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাব।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসাসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
জামায়াত নেতারা শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।