দক্ষিণ সুরমায় ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৫, ১১:৩১:৩৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি ::
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বন্ধ মার্কেটের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত কিশোরের নাম সাকিব মিয়া (১৭)। বুধবার (২ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন কিশোর বন্ধ একটি মার্কেটের ছাদে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সাকিব মিয়া ছাদ থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিব মিয়া কামালবাজার এলাকার একটি সবজির দোকানে কর্মচারী ছিলো। তার বাবার নাম মৃত নাজিম মিয়া। সাকিব স্থানীয় ধরাধরপুরের ছাদেক মিয়ার কলোনিতে বসবাস করত।
ঘটনাস্থল থেকে দুই কিশোর পালিয়ে গেলেও দক্ষিণ সুরমা থানা পুলিশের এএসআই নুরে আলম ঘটনাস্থল থেকে সাইফ আহমদ (১৩) নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।