জগন্নাথপুরে জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশু সহ আহত ১৫
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৫, ১০:০৭:৩৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের দুই দফা সংঘর্ষে নারী, পুরুষ, শিক্ষার্থী, শিশু সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাঁও গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। সংঘর্ষে আহতরা হলেন, সিপন মিয়া (৩০), আনোয়ারা বেগম (২৫), ঈদ উপলক্ষে মেহমান বাড়িতে আসা অতিথি শিক্ষার্থী ইমা বেগম (১৮), ঈদ উপলক্ষে বাড়িতে আসা চাকুরিজীবি আখলিমা বেগম (১৮), মছির আলী (৫৫), খছরু মিয়া (৫০), সালিশি ব্যক্তি মুহিবুর রহমান (২০), মন্তেশ্বর আলী (৬৫), রেনু বেগম (৩৫), সালমান মিয়া (২০), তামজিদ মিয়া (১২), ঈদ উপলক্ষে পিতার বাড়িতে আসা ইতালি প্রবাসীর স্ত্রী তাজমিনা বেগম (২৪), ছমিরুন বেগম (৩৫), লুৎফা বেগম (৩০), সামিয়ান মিয়া (৭), চান মিয়া ও সাদিয়া বেগম। এর মধ্যে অধিকাংশ আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
২ এপ্রিল বুধবার সরেজমিনে আহত সহ প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বাড়ির জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে নলুয়া নোয়াগাঁও গ্রামের মন্তেশ্বর আলী ও চান মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে নিজ মালিকানা জায়গার উপর দিয়ে বাড়ির রাস্তার সংযোগ করতে যাওয়া নিয়ে ১ এপ্রিল মঙ্গলবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মন্তেশ্বর আলী পক্ষের লোকজন বেশি আহত হন বলে স্থানীয়রা জানান এবং তাদের বাড়িঘরও ভাংচুর করা হয়। আহত মন্তেশ্বর আলী বলেন, আমার জায়গায় আমি রাস্তার সংযোগমুখ লাগানোর জায়গা বেড়া দিয়ে দখল করে আছে চান মিয়া। বেড়া সরিয়ে নিতে বলায় চান মিয়া ক্ষিপ্ত হয়ে সংঘর্ষের ঘটনা ঘটায়। আমি ছাড়া বাড়িতে আর কোন পুরুষ না থাকার সুযোগে চান মিয়া ও তার লোকজন আমাদের বাড়িঘর ভাংচুর করে ঘরে থাকা মহিলা, শিশু এমনকি মেহমান মহিলাদেরও মারপিট করেছে। আমাদের পক্ষের ৭ জন আহত সিলেট ওসমানীতে ভর্তি আছেন। আমরা ন্যায় বিচার পাওয়ার আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এদিকে-চান মিয়ার বাড়িতে গিয়ে কয়েকজন মহিলাকে পাওয়া যায়। তাদের মধ্যে একজন বলেন, এখন আমাদের বাড়িতে কোন পুরুষ লোক নেই। তবে সংঘর্ষে আমাদের পক্ষের চান মিয়া ও সাদিয়া বেগম সহ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় শালিসি ব্যক্তি মজনু মিয়া বলেন, মন্তেশ্বর আলীর বাড়ির সামনে রয়েছে চান মিয়ার মালিকানা কিছু জায়গা। আবার চান মিয়ার বাড়ির সামনে রয়েছে মন্তেশ্বর আলীর মালিকানা কিছু জায়গা। কাগজপত্রে জায়গা আলাদা হলেও তারা উভয়ই নিজ বাড়ির সামনের জায়গা দখলে আছেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের বিরোধ নিস্পত্তির লক্ষ্যে উভয়ের দখল বহাল রেখে একজন আরেকজনের নামে দলিল রেজিস্ট্রি করে দিতে বলা হলে মন্তেশ্বর আলী পক্ষ মানলেও চান মিয়া পক্ষ সময় ক্ষেপন করে এড়িয়ে যায়। স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা অনেকবার চেষ্টা করেও চান মিয়া পক্ষের অসহযোগিতার কারণে আজও তাদের বিরোধ নিস্পত্তি হয়নি। যার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।