গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে জমিয়ত কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৫, ৭:৫৯:১৫ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশ ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
০২ এপ্রিল বুধবার বাদ মাগরিব ঢাকাদক্ষিণ বাজার মসজিদ মার্কেটের ২য় তলায় জমিয়ত নেতা মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা ফয়সল আহমদের পরিচালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মুফতি মাহফুজ আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হা.মাওলানা আলী আহমদ, জমিয়ত নেতা হা.মাওলানা আব্দুল করিম, মাওলানা হেলাল আহমদ, মাওলানা বিলাল আহমদ, উপজেলা যুব জমিয়ত নেতা মাওলানা জামাল আহমদ, ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি মাওলানা শেখ আফজল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক, জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি আবু সালেহ উসমান, সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা সাইফুল ইসলাম তারেক, মাওলানা ইসমাঈল আহমদ, যুব নেতা শাকিল আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক হা. সুলতান আবু নাদের, অর্থ সম্পাদক আফসর আহমদ, প্রচার সম্পাদক আবিদুর রহমান, কলেজ বিষয়ক সম্পাদক মারজান আহমদ, অফিস সম্পাদক সাব্বির আহমদ, নির্বাহী সদস্য রেহান আহমদ সহ প্রমুখ।বিজ্ঞপ্তি।