তাহিরপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে পিটিয়ে সদস্য পদ খোয়ালেন রাকাব
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৫, ৮:০২:৫০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি ::
আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধিতার জের ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে পিটিয়ে নাক,মুখ ফাটিয়ে আহত করায় সদস্য পদ খোয়ালেন রাকাব উদ্দিন।
তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
গত ৩০ মার্চ ইউনিয়নের সোলেমানপুর বাজারে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শ্যামল হোসেনকে প্রকাশ্য মারধর করার অভিযোগে ছাত্রদল নেতা রাকাব উদ্দিনকে সাময়িক বহিষ্কার করে উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না।
গত বুধবার (১ এপ্রিল) সকালে আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কার করা হয়।
দলীয় প্যাডে উল্লেখ্য করা হয়,দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রকাশ্যে সংঘাত সৃষ্টি এবং দলের নীতি,আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য তাহিরপুর উপজেলাধীন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সদস্য রাখাব উদ্দিন কে সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল।
সাময়িক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না।
তারা জানায়,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সদস্য পদ থেকে রাখাব উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।