২৭ নং ওয়ার্ড জামায়াতের ফ্রি সুন্নাতে খাৎনা ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৫, ৮:০৬:৩০ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৭ নং ওয়ার্ডের উদ্দোগে ফ্রি সুন্নাতে খাৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে গোটাটিকর ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত ফ্রি সুন্নাতে খাৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এডভোকেট নাজমুল হুদার সভাপতিত্বে, সেক্রেটারি সাকিব ইসলাম জায়েদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, শিশুরা আমাদের সম্পদ। সময় মতো তাদের সুন্নাতে খাৎনা দেয়া অভিভাবকদের নৈতিক দায়িত্ব। অনেকেই অসচ্ছলতার কারণে সময় মতো খাৎনা দিতে পারেন না। তাই সামর্থবানদের উচিত সুন্নাতে খাৎনা কাজে সহযোগিতা করা। এক্ষেত্রে ২৭ নং ওয়ার্ড জামায়াতের ফ্রি খাৎনা ক্যাম্প একটি সময়োপযোগি ও মহৎ উদ্যোগ। পুরুষের খতনাকে আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীরা অত্যন্ত স্বাস্থ্যসম্মত বলে মনে করেন। খতনার মাধ্যমে বিভিন্ন ধরনের ছত্রাকজাতীয় (ব্যাকটেরিয়া) রোগ থেকে রক্ষা পাওয়া যায়। দেড় হাজার বছর আগে মহানবী (সা.) খতনার উপকারে যে কথা বলেছেন তা ব্যাপক গবেষণা শেষে আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে।
ফখরুল ইসলাম আরো বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)আমাদের জন্য একমাত্র অনুস্মরণীয় আদর্শ। তাঁর দেখানো আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার সবুজ ভূমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ও ভাল কাজে মানুষকে অনুপ্রাণিত করতেই আমাদের আজকের এই আয়োজন।
উক্ত সুন্নতে খাৎনা আরো উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ খান ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কাহের খান শাফি, গোটাটিকর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট শালিশী ব্যাক্তিত্ব মনসুর আহমদ খান, ২৭ নং ওয়ার্ড জামায়াতের এসিস্ট্যেন্ট সেক্রেটারি সালাউর রহমান খান সালাম, বায়তুলমাল সম্পাদক হাফিজ মুহিবুর রহমান, পাঠানপাড়া ইউনিট সভাপতি ইবন খান প্রমুখ।
ফ্রি সুন্নতে খাৎনা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ৩১ জন অসচ্ছল শিশুকে খতনা, নতুন কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়।-বিজ্ঞপ্তি