দোয়ারাবাজারে ইউপি সদস্যার খড়ের ঘরে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৫, ৮:২৯:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামে এক ইউপি সদস্যার খড়ের ঘরে গ্রাম্য সন্ত্রাসীদের অগ্নিসংযোগে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঈদের ইফতারের সময় নূর আলম ওরফে নাগা ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটায় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের তথ্যমতে, পার্শ্ববর্তী আমবাড়ী গ্রামের মৃত মমস্বর আলীর ছেলে নূর আলম ওরফে নাগার দুটি গরু গোপালপুর গ্রামের ফজুর রহমানের ছেলে তানভীরের জমির ঘাস খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে তানভীর গরু দুটিকে নিজের ঘরে বেঁধে রাখেন।
এ খবর পেয়ে নূর আলম ওরফে নাগা কয়েকজন যুবক নিয়ে জোরপূর্বক গরু নিয়ে যাওয়ার পাশাপাশি তানভীরকে হুমকি দেয়। সে সময় সে বলে, “মেম্বার সামসুন্নাহার খানমের পাওয়ারে আমার গরুরে মারধোর করে বেধে রাখচছ? ঐ মেম্বারনি তোর মা? হারামজাদা, তোরে উপযুক্ত শিক্ষা দিমু!”
হুমকির কয়েক ঘণ্টা পর ইফতারের সময় ইউপি সদস্য সামসুন্নাহার খানমের খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয় নূর আলম ও তার সহযোগীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে খড়, ডেউটিন, বেড়া ও গাছপালা পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে প্রতিবেশী কাউসার, বশির, সুমন, কামাল ও ওয়াসিম আহত হন।
ঘটনার পর দোয়ারাবাজার থানার পুলিশ সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টায় ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, “অগ্নি সংযোগের সত্যতা পাওয়া গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অভিযুক্ত নূর আলমের অভিভাবকরা ও আমবাড়ী গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ইউপি সদস্যার ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছেন এবং বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করছেন।
ইউপি সদস্যা সামসুন্নাহার খানম বলেন, “আমার স্বামী-সন্তান কেউ নেই, বৃদ্ধ মাকে নিয়ে একাই সংসার করি। তানভীরের সঙ্গে বিরোধের জেরে আমার ঘর পুড়িয়ে দিলো তারা। এখন আমার পালিত তিনটি গরু রাখার ঘর নেই, খাবারের ব্যবস্থাও নেই। আমি দৃষ্টান্তমূলক শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণ চাই।”
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।