টাঙ্গুয়ার হাওর থেকে ৫ মণ প্লাস্টিকবর্জ্য অপসারণ
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৫, ৯:০১:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে একদল পর্যটক পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) তারা হাওর থেকে প্রায় ৫ মণ প্লাস্টিকবর্জ্য সংগ্রহ করে তা পুড়িয়ে ধ্বংস করেন।
ছাতক উপজেলার লক্ষণসোম গ্রামের দ্বীন মোহাম্মদ সাদিকের নেতৃত্বে একদল পর্যটক হাওরের গোলাবাড়ী ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় ছড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল, ওয়ানটাইম গ্লাস, চিপসের প্যাকেটসহ নানা বর্জ্য কুড়িয়ে সংগ্রহ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের এই প্রচেষ্টা চলে।
দীন মোহাম্মদ সাদিক বলেন, ‘হাওরের সৌন্দর্য রক্ষায় এটি আমাদের ছোট্ট প্রচেষ্টা। পর্যটকদের প্রতি আহ্বান থাকবে যেন তারা প্লাস্টিকবর্জ্য ফেলার ব্যাপারে সচেতন হন।’
টিমের গুরুত্বপূর্ণ সদস্য আছাদুর রহমান পীর বলেন, ‘ হাওরের সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের। সারা দেশ থেকে পর্যটকটা এখানে ভ্রমনে এসে প্লাস্টিক বর্জ্য ফেলে যান। হাওরের জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। আমরা আশাবাদী সকলের সচেতনতায় হাওরের জীব বৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে প্রায় ৫ লাখ পর্যটকের আগমন ঘটে। অনেকেই প্লাস্টিকবর্জ্য ফেলে হাওরের পরিবেশের ক্ষতি করেন। শুষ্ক মৌসুমে এসব বর্জ্য হাওরের বিভিন্ন স্থানে জমা হতে দেখা যায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, হাওরের পরিবেশ রক্ষায় পর্যটকদের এমন স্বেচ্ছাশ্রম প্রশংসনীয়। তারা পর্যটকদের প্রতি প্লাস্টিকবর্জ্য না ফেলার আহ্বান জানিয়েছেন।