বড়লেখায় টিলা কেটে পুকুর ভরাট, জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৬:০৭:৩৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা পরিষদ চত্তর সংলগ্ন টিলা কেটে পুকুর ভরাটের দায়ে নিজাম উদ্দিন নামক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন মুড়িরগুল মৌজার ১ নং খতিয়ানভুক্ত (সরকারি ভূমি) ৯১১ নম্বর দাগের ১৯ শতাংশ পুকুর শ্রেণির ভূমিতে সরকারি পুকুর রয়েছে। নিজাম উদ্দিন একসেভেটর দিয়ে অবৈধভাবে পাশের টিলা কেটে উক্ত পুকুরটি ভরাট করছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, টিলা কেটে সরকারি পুকুর ভরাটকালে জনৈক নিজাম উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬খ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা ও মুচলেকাও আদায় করা হয়।