কুলাউড়ায় মুক্তিযোদ্ধা দলের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৬:১৪:০৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মুক্তিযোদ্ধা দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পৌরসভার সাবেক মেয়র কামাল আহমদ জুনেদের বাসভবনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরকে আহবায়ক, শরীফপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিবকে যুগ্ম আহবায়ক ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মীর্জা জালাল বেগকে সদস্য সচিব করে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।