জকিগঞ্জে এক ঘন্টার ব্যবধানে দুই ছিনতাই
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৬:১৬:৩৬ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক ঘন্টার ব্যবধানে দু’টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা ও রাত ১০ টায় পাশাপাশি দু’টি ইউনিয়নে ছিনতাইয়ের এমন ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ফিল্মি স্টাইলে ভিকটিমকে বেঁধে মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। একই রাতে পাশাপাশি সময়ে এ রকম ছিনতাইয়ের ঘটনায় পুরো উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের চেকপোস্ট এলাকার ডরের মোরা নামক স্থানে জকিগঞ্জ পৌরসভার সদরপুর গ্রামের ময়নুল হক (৪০) এর ভাড়ায়চালিত সিএনজি গাড়িতে যাত্রীবেশে চালকের হাত-বেঁধে, মুখে স্কচটেপ পেছিয়ে বেধড়ক মারধর করে সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গাড়িটি অনটেষ্ট ছিল। আরিফা এন্ড রেদওয়ান পরিবহন নামের এই গাড়িটি মাত্র ৪ মাস আগে কেনেন গাড়ীর মালিক সয়ফুদ্দিন।
চালক জানান, জকিগঞ্জ বাজার থেকে কয়েকজন যুবক কালিগঞ্জ যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া নেন। গন্তব্যে যাওয়ার পথিমধ্যে জকিগঞ্জ থানাধীন কসকনকপুর ইউপির ডরের মোরা এলাকায় যাওয়ার পর ড্রাইভারের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে ওই স্থানে ফেলে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
অপরদিকে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের শাহ শিতালং (রহ.)-এর মাজারের গেইটের সামনে খাশিরচক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে জালাল মিয়া (৬০) ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হন। দুর্বৃত্তরা তার হাত পায়ের রগ কেটে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের শাহ শিতালং (রহ.)-এর মাজার গেইটের সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করেন জালাল মিয়া। তার ছেলে প্রবাসী জিবান (২৫) এর পাঠানো আড়াই লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে দোকানে রাখা ছিল। প্রতিদিনকার মতো রাতে দোকান লাগিয়ে বাড়ির পথে রওয়ানা দেন জালাল মিয়া। এই সময় ছিনতাইকারীরা তার হাত পায়ের রগ কেটে গুরুতর জখম করে তার সাথে থাকা ছেলের পাঠানো নগদ আড়াই লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) দু’জনের মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে থানার ডিউটিতে থাকা এসআই রমজান আলী বলেন, ঘটনা দু’টি আমরা শুনেছি। আমাদের পুলিশের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আপাতত এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।