ছাতকে গুণীজন সংবর্ধনা ও ঈদ প্রীতি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৭:১৭:০৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে গুণীজন সংবর্ধনা ও ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাতকের ইসলামপুর ইউনিয়ন ‘স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন’র উদ্যোগে ইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে বুধবার বিকেলে এ গুণীজন সংবর্ধনা ও ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলের সভাপতিত্বে ও সাংবাদিক নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের স্থানীয় সরকার পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (অবঃ) হিফজুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল (অবঃ) অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাসের উপর মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, এড. মির্জা হোসাইন, হবিগঞ্জ মেডিকেল কলেজের ডাঃ সুশাংকর দাস, ডাঃ তামিম আহমদ, ডাঃ রহিমা খানম জেসী, ডাঃ সাব্বির মোনতাকা পরাগ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীন কাউসার সানী, প্রভাষক জ্যোতিষ কুমার দাশ, পান্ডুগার গ্রুপের সিনিয়র ম্যানেজার সাদিকুর রহমান, শিক্ষা অফিসার জুবায়ের আহমদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির লেকচারার আবু জাফর জাকারিয়া, আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক জিল্লুর রহমান কামরান ও ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ।
ছামিউল আলম ছামির কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জি. ইব্রাহীম সাদেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোশাররফ হোসেন, আবুল হাসান ও মাওলানা আকিক হোসাইন।