বাহুবলে সড়কে গাছ ফেলে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৭:১৯:০৫ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সড়কে গাছ ফেলে ডাকতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা দুটি প্রাইভেটকার আটক করে ডাকাতি করে। ডাকাতরা যাত্রীদের মারধোর করে সাথে থাকা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ টাকা পয়সা নিয়ে যায়। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে দুইশ গজ অদূরে টার্নিং পয়েন্টে এ ডাকাতি সংঘটিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ডাকাতদল পালিয়ে যায়।
কামাইছড়া এলাকার বাসিন্দা মাসুক মিয়া বলেন, কামাইছড়া থেকে মুছাই পর্যন্ত পাহাড়ী এলাকা হওয়ায় ডাকাত দলের সেইফ জোন হিসেবে পরিচিতি পেয়েছে। এক মাসের ব্যবধানে তিন বার এই সড়কে ডাকাতি হয়েছে। ২০/২২ জনের ডাকাত দল রাতের যে কোন সময় ওই এলাকায় পৌঁছে পাহাড়ের গাছ কেটে সড়কে ফেলে ডাকাতি করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
বড়গাঁও গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ডাকাতরা বেশিরভাগই গাছ চোর, তাদের বাড়ি রানীগাঁও গ্রামে। বাহুবল ও চুনারুঘাট থানার পুলিশ মিলে ওই গ্রামে অভিযান দিলে অনেক ডাকাতকে আটক করা সম্ভব হত। তারা এলাকার চিহ্নিত চোর ডাকাত।
সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান বলেন, মাত্র তিন মিনিটে ডাকাতি হয়েছে। আমাদের টিম ছিল রশিদপুর, খবর পাওয়ার সাথে সাথে সেখানে পৌঁছে যায়। সেখানে যাওয়ার সাথে সাথে ডাকাত দল পালিয়ে যায়। তিনি আরো বলেন, ২০/২২ জনের ডাকাত দল চুনারুঘাটের রানীগাঁও থেকে তারা এখানে এসে ডাকাতিতে লিপ্ত হয়।