পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে এমদাদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৭:২১:০৩ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। ঈদুল ফিতরের পরদিন তাঁর বাসভবনে যান পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সেখানে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক চন্দন দাশ, কোষাধ্যক্ষ জিডি রুমু, পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানা সভাপতি এড. অরবিন্দ দাস গুপ্ত বিভু, সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, দক্ষিণ সুরমা থানা সভাপতি দীপংকর দাস, সাধারণ সম্পাদক নিখিল মালাকার, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক স্বপন পাল, এয়ারপোর্ট থানা সাধারণ সম্পাদক ভৈরব দেবনাথ, পরিষদ নেতা ধনেশ দেব ও হারাধন দেব প্রভাষ প্রমূখ।
তাদের স্বাগত জানিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের সিলেটের রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। পতিত ফ্যাসিস্ট আওয়ামী গোষ্ঠী রাজনৈতিক সার্থে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তির সৃষ্টি করেছিল। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ^াসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায়। কোন অপশক্তি যেন আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বিজ্ঞপ্তি