ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৭:২১:২৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে মুজাহিদ আহমদ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুজগীপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র। শুক্রবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের কোনাবন হাওর সংলগ্ন আব্দুর রুপ মাস্টারের পরিত্যক্ত বাড়িতে একটি রেইন্ট্রি গাছ থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, মুজাহিদ আহমদ বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ী ফিরেননি। শুক্রবার খুজগীপুর গ্রামের পাশে কোনাবন সংলগ্ন আব্দুর রুপ মাস্টারের পরিত্যক্ত বাড়িতে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মুজাহিদ আহমদের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এদিকে, নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মুজাহিদ প্রায় আড়াই বছর আগে বালাগঞ্জ উপজেলার মোরারবাজার সংলগ্ন আহমদপুর গ্রামের আকলিমা বেগমকে বিয়ে করেন। তাদের দেড় বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। আকলিমার মামাতো ভাইয়ের সাথে পরকিয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। এর জের ধরে স্ত্রী আকলিমা সন্তান নিয়ে পিত্রালয়ে রয়েছেন। তবে আকলিমার ভাই রাজন মিয়া পরকিয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মেডিকেল রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।