ওসমানীনগরে পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৭:২৬:০৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে সিএনজি চালিত অটোরিকশা চুরি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জাহাঙ্গীর মিয়া(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোয়ালাবাজার ইউনিয়নের মোতিয়ারগাঁও গ্রামের আরিফ উল্লাহর ছেলে। বৃহস্পতিবার সকালে মোতিয়ারগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার মোতিয়ারগাঁও গ্রামের এনাম মিয়া ২০২৩ সালের ২৫ আগস্ট রাতে সিএনজি চালিত অটোরিকশা একই গ্রামের তারু মিয়ার গ্যারেজে রেখে যান। ওই রাতে জাহাঙ্গীরসহ কয়েকজন সংঙ্ঘবদ্ধ হয়ে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। এ নিয়ে বারবার শালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা না হওয়ায় গাড়ি মালিক এনাম আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিলে জাহাঙ্গীর মিয়া ও গ্যারেজ মালিক তারু মিয়া জড়িত থাকার কথা উল্লেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর থেকে আসামীরা পলাতক হলে আদালত অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর ভোরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দাইরকোনা গ্রামের জামে মসজিদের ইমাম আব্দুর রহমান (৪৫) খুন হন। এই হত্যা মামলায় জাহাঙ্গীর মিয়া জড়িত থাকায় গ্রেফতার করে পিবিআই পুলিশ। পরবর্তীতে সে জড়িত থাকার বিষয় উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।