ছাতকে ছাত্রলীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৮:১৭:৫৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ছাত্রলীগ নেতা তারেক আহমদ (২৪)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামের আজমান আলীর ছেলে ও ইউপি ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক। শুক্রবার (৪ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়।
জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ এর নির্দেশনায় ছাতক থানার এসআই রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাতক থানার মামলায় সন্দিগ্ধ আসামী তারেক আহমদ। শুক্রবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।