শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৮:৫০:০৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : ঈদের আনন্দ ভাগাভাগি করতে গোলাপগঞ্জে শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ২টায় মেহেরপুর বাজারে ইউপি সদস্য দুদু মিয়ার সভাপতিত্বে ও আল ফালাহ জামেয়া ইসলামিয়া খাটকাই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলার বায়তুলমাল সম্পাদক আব্দুস সাত্তার মুন্না, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আশরাফ আল মান্নান লিপু। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণের দুর্যোগ ও কর্ম সংস্থান সম্পাদক আলাউর রহমান আলাল।
বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীফগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক সেক্রেটারি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী পানিয়াগা ওয়ার্ড সভাপতি রঞ্জু আহমদ, ৬ নং ওয়ার্ড জামাতের ইউনিট সভাপতি নাজমুল ইসলাম অতু। অনুষ্ঠানে শরিফগঞ্জ ইউনিয়নের ২ শতাধিক অসহায়দের মধ্যে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। বিজ্ঞপ্তি