বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়নি: মিজান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৮:৫১:৩১ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বিএনপি সম্পূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী ফ্যাসিবাদে শাসনে ধ্বংস হওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বিএনপি টানা ১৬ বছর ধরে লড়াই করে আসছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি শুক্রবার বিকেলে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদর সাথে ঈদ শুভেচ্ছা বিনময় এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদারের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চেচান হাজী ফুরকান উল্লাহ তালুকদার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপি নেতা আশিকুর রহমান ইমন ও ইউনিয়ন যুবদলের সভাপতি হীরা মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সংবর্ধিত অতিথি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, এখলাছুর রহমান, এডভোকেট আব্দুল আহাদ, মতিউর রহমান, হাফিজুর রহমান, দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম, যুক্তরাজ্য বিএনপি নেতা রশিদ আহমদ, সিলেট তেতলি ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান, সিলেট মহানগর বিএনপির সহ বন ও পরিবেশ সম্পাদক এস এম আমজাদ, উপজেলা বিএনপি নেতা ডাঃ শাহ সৈয়দুর রহমান, নুরল হক, কয়েছ আহমদ, আতিকুর রহমান আতিক, আনোয়ার হোসেন সাগর, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি পিপি এডভোকেট আব্দুল জলিল, বিএনপি নেতা সাদিকুর রহমান ছাদিক, সামসুল হক মেম্বার, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, দোলার বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক সাবেক সহ- সভাপতি আবিদুর রহমান আবিদ, সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমদ, জেলা যুবদলের সদস্য সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ সুমন, মানিক মিয়া, আবু শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, হিফজুর রহমান মামুন, বিএনপি নেতা লায়েক চৌধুরী, বুরহান উদ্দিন সুরত, মুহিব মেম্বার, ছালিক মিয়া মেম্বার, মাসুক আহমদ, রইছ উদ্দীন, আব্দুল বাছিত, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সুজন মিয়া, ওলিউর রহমান আলেক, কয়েছ আহমদ, রফিক রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ এলাহী সোহেল, জসিম উদ্দীন, আব্দুস সালাম ইমরান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আমিন, জেলা ছাত্রদলের সদস্য আবু তালেব, পৌর ছাত্রলের সদস্য সচীব মোজাহিদ হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব সাকিব মাহমুদ, যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, আবিদুর রহমান, আলা উদ্দীন, ইউনিয়ন যুবদল নেতা লিয়াকত আলী, আবুল হোসেন, আকিক মিয়া, সোহেল আহমদ, এনাম আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা নাইম আহমদ ও নজির উদ্দীন তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি