অভিভাবকদের সচেতনতাই শিক্ষার্থীদের ভবিষ্যতের চাবিকাঠি : শিক্ষাবোর্ড চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৬:৫২:৫৩ অপরাহ্ন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। উচ্চ শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তাই শিক্ষার্থীদের স্মার্ট, চিন্তাশীল ও মনোযোগী হতে হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আমরা শিক্ষকরা প্রতিদিন মাত্র ৭ ঘণ্টার জন্য একজন শিক্ষার্থীর অভিভাবক। কিন্তু বাকি সময়টা অভিভাবকদের হাতেই শিক্ষার্থীর ভবিষ্যৎ। সন্তান যেন বাজে সঙ্গ ও কর্মকান্ডে না জড়িয়ে পড়ে, সে বিষয়ে অভিভাবকদের থাকতে হবে সজাগ ও সচেতন।
তিনি শনিবার (সকাল ১০ টায় সিলেটের কোম্পানীগঞ্জ শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি এডভোকেট কামাল হোসেইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুক রানা ও সোহরাব আহমদের যৌথ সঞ্চালনায় অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ঠান্ডা মিয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল খায়ের মাস্টার, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম, সাংবাদিক মো. আবুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. আনর আলী, উপজেলা যুবদলের সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি শাকিল ইসলাম। এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফারজানা আক্তার। অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া শেষে প্রবেশপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি