১১নং ওয়ার্ড বিএনপির ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৬:৫৪:০২ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী বলেছেন, আগামী ডিসেম্বরে নির্বাচন না হতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। যদি সময়মতো নির্বাচন না হয়, তাহলে দেশে অনেক কিছু ঘটে যেতে পারে। সেজন্য জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
শুক্রবার বাদ মাগরিব নগরীর ১১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ কবির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ তাইফ তায়েফের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ড কার্যালয়ে বিএনপির ঈদ পূনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সহ-সভাপতি আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, সিনিয়র সদস্য মনতাজ আহমদ ও আব্দুল হান্নান, বিএনপি নেতা দেওয়ান জাকির, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার জালালী কাইজার, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, কোতয়ালী থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ লিমনুজ্জামান, দপ্তর সম্পাদক জাকারিয়া হোসেন, ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাদত হোসেন, সহ-সভাপতি মুজাহিদ খান গুলশান, সহ-সভাপতি আজমল আলী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাইমিন শহিদ রাহী, ক্ষুদ্র ঋণ সম্পাদক জাহেদ আহমদ বাবু, ১৫ ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সিনিয়র সদস্য মতিউর রহমান বেলাল, নাজিম উদ্দিন, রহিম মিয়া, মোঃ আলাউদ্দিন আহমদ, হানিফ আহমদ, খালেদ আহমদ, মোঃ সোহেল, মোঃ কিবরিয়া, মাহবুবুর রহমান মবু, সুমল ঘোষ ও মোঃ আব্দুল্লাহ সাহেব প্রমূখ। বিজ্ঞপ্তি