দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৬:৫৫:২১ অপরাহ্ন
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় ইসলামী সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বুধবার দুপুরে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি সিলেট শাখার মহাসচিব ডা. মো. হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
মো. ফয়সল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, সুস্থ্য সবল মানুষের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা রয়েছে। পর্যাপ্ত পরিচর্চা ও সুযোগ পেলে তারাও বিভিন্ন প্লাটফর্মে তাদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখবে। তিনি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বিত্তবানসহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি