পায়রা সমাজকল্যাণ সংঘের নামাজ শিক্ষা প্রশিক্ষণের সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৬:৫৬:৫৮ অপরাহ্ন
সিলেট নগরীর দরগা মহল্লাস্থ পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণের সমাপনী, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেলে দরগাহ মহল্লাস্থ সংঘের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পায়রা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, সদস্য সাহাব আহমদ, মাহফুজুল আহমদ শাকিল, সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষার সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষক মাওলানা আলমগীর হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর জন্য মহাগ্রন্থ আল কোরআন সহিহ-শুদ্ধ করে পড়া অত্যন্ত জরুরী। কারণ তিলাওয়াতে কুরআনের অর্থের পরিবর্তন হলে নামাজ সহীহ শুদ্ধ হবে না। তাই কুরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা সবার জন্য আবশ্যক। বিজ্ঞপ্তি