শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৬:৫৮:৩২ অপরাহ্ন
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ঈদ আড্ডা ও আলোচনা সভা বুধবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল কাদির, স্বাদ এন্ড কোম্পানির এমডি উপদেষ্টা নুরুল আলম, উপদেষ্টা ফখর উদ্দিন, ব্যবসায়ী উপদেষ্টা সাব্বির আহমদ, উপদেষ্টা আজমল হোসেন, উপদেষ্টা জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য হাফিজ জাওয়াদ আহমেদ। ইসলামি সংগীত পরিবেশন করেন দিশারী শিল্পীগোষ্ঠীর জনপ্রিয় শিল্পী হাফিজ ওলিউর রহমান। স্বাস্থ্য সচেতনতায় বক্তব্য রাখেন ডা. রনি এবং কবিতা আবৃত্তি করেন ক্লাবের আইসিটি ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আরাফাত মিহির।
সভাপতির বক্তব্যে শেখঘাট শুভেচ্ছা যুবসংঘের সভাপতি পারভেজ আহমেদ যুবকদের ঐক্যবদ্ধ হয়ে সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং ঈদের আনন্দের পাশাপাশি মৈত্রী ও সহমর্মিতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। বিজ্ঞপ্তি