জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাংগঠনিক সফর
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৭:০০:১৮ অপরাহ্ন
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর আওতাধীন সকল সাংগঠনিক শাখা সমূহের সাথে ঈদুল ফিতর পরবর্তী ঈদ মোলাকাত ও সাংগঠনিক সফর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্বনাথস্থ জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আশরাফ আলীর কবর জিয়ারতের মাধ্যমে সাংগঠনিক সফর এর কার্যক্রম শুরু হয়। দিনভর সাংগঠনিক সফরে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা শাখা ছাত্র জমিয়তের দায়িত্বশীল ও সদস্যদের সাথে ঈদ মোলাকাত ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ঈদ মোলাকাত ও সাংগঠনিক সফরে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সভাপতি কাওছার আহমদ, সহ সভাপতি জাহিদ আল হাসান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল খান, সহ সাধারণ সম্পাদক সায়েম আহমদ, হাফিজ নাঈম আহমদ, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, প্রচার সম্পাদক শায়খুল ইসলাম, কলেজ বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলম, পাঠাগার সম্পাদক জাফর আহমদ, সাহিত্য সম্পাদক শাকির আহমদ, নির্বাহী সদস্য এবাদুর রহমান খান সহ প্রমুখ। ২য় দিন শুক্রবার জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের দায়িত্বশীল ও সদস্যদের সাথে ঈদ মোলাকাত ও সাংগঠনিক মতবিনিময় করেন জেলা দক্ষিণ ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি