গাছ কেটে বিলবোর্ড স্থাপনকারী সেই বিএনপি নেতার পদ স্থগিত
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৮:৪৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পথচারীদের দৃষ্টিগোচর করতে রোড ডিভাইডারে বৃক্ষের মুন্ডুপাত করে তাতে বিলবোর্ড লাগানোর ঘটনায় সিলেট মহানগর বিএনপির এক নেতার পদ স্থগিত করেছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ৩ মাসের জন্য সকল পদ স্থগিত করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে গৌছ। ঐ নেতার নাম মো. আমির হোসেন। তিনি মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
শনিবার (৫ এপ্রিল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গৌছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আমির হোসেনের পদ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, সিলেট নগরীর কয়েকটি স্থানে রোড ডিভাইডারের গাছ কেটে বিলবোর্ড লাগানো হয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ছাড়া আপনি দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নজরে এসেছে। এই গর্হিত কাজের জন্য আপনার প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো।
এর আগে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিলবোর্ড স্থাপন করতে গিয়ে বৃক্ষের মু-ুপাত করা নিয়ে গত ২৮ মার্চ গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক হয়। যদিও ঐ নেতা সমালোচনার মুখে সাথে সাথে ক্ষমা চেয়ে ফেইসবুকে পোষ্ট করেন এবং বিলবোর্ডটি সরিয়ে নেন।