বিপুল পরিমাণ গাঁজাসহ র্যাবের হাতে আটক ১
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৮:৫৪:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ গাঁজাসহ হবিগঞ্জে একজনকে আটক করেছে র্যাব-৯। এসময় তার কাছ থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী হবিগঞ্জের মাধবপুর থানার কবিলপুর গ্রামের মকসুদ আলীর ছেলে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাস্থ বেজুড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১১০ কেজি গাঁজাসহ তাকে আটক করে র্যাব। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ।