সিলেটে বৃদ্ধ খুনের আসামী চট্টগ্রাম এয়ারপোর্টে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৮:৫৫:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সিলেটে বৃদ্ধ খুনের সাথে জড়িত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশ পালিয়ে যাওয়ার সময় গোলাপগঞ্জ থানা পুলিশের তথ্যের ভিত্তিতে গত ২৬ মার্চ তাকে আটক করে পুলিশ। আটককৃতের নাম কয়েছ আহমদ (৪০)। সে উপজেলার কালিজুরি গ্রামের ফিরোজ আলীর পুত্র।
জানা যায়, গত ২২ মার্চ গোলাপগঞ্জের বুধবারীবাজারের পূবালী ব্যাংকের সামনে কথা কাটাকাটির জের ধরে কয়েকজন ব্যক্তি সাহিদুল ইসলামের বাড়িতে হামলা করেন। এসময় তারা সাহিদুল ইসলামের প্রতিবন্ধী বৃদ্ধ ভাই এমরান ফানুকে হামলা করে বাম চোখ নষ্ট করে দেয়। এ হামলায় সাহিদুল ইসলামও আহত হন। গুরুতর আহত অবস্থায় এমরান ফানুকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাতে তিনি মারা যান। শুক্রবার তার দাফন সম্পন্ন হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, এ ঘটনায় সাহিদুল ইসলামের বোন সেলি বেগম মামলা করেছেন। এই মামলায় প্রধান আসামীকে কয়েছকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় পুলিশ চট্রগ্রাম এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে।