১২ দিন পর তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে কাল
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৮:৫৮:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ঈদে টানা ১২ দিন বন্ধ থাকার পর তামাবিল স্থলবন্দরে শুরু হতে যাচ্ছে আমদানি-রপ্তানি। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) থেকে আমদানী-রপ্তানি চালু হবে জানিয়েছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
শনিবার সন্ধ্যায় তিনি দৈনিক জালালাবাদকে জানান, ঈদ উপলক্ষে জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রফতানী বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। যদিও সরকারী ছুটির অংশ হিসেবে রোববার থেকে দেশের সকল স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে। তবে জেলা আমদানিকারক গ্রুপের সিদ্ধান্তে সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু হবে সোমবার থেকে।