ফুশিউপ’র নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৯:১৫:২২ অপরাহ্ন
গোয়াইনঘাটের ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ (ফুশিউপ) এর দুইবছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. আশরাফুল ইসলামকে সভাপতি ও মো. ইকবাল হোসেন’কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। ফুলতৈলছগাম অত্র সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২০২৫-০২৬ অর্থ বছরের নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা গত বুধবার অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সাধারণ পরিষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ ১৩ সদস্যের প্রস্তাবিত নি¤œরূপ পূর্ণাঙ্গ কমিটি সাধারন সভায় প্রকাশ করেন। কমিটির পরবর্তী ১১ পদে সদস্যরা হলেন- সহ-সভাপতি : জহির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক : অর্জুন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক : বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক : কয়েছ আহমদ, শিক্ষা সম্পাদক : সুলতান আহমদ, ক্রীড়া সম্পাদক : আব্দুল মুকিত কালা, পরিবেশ সম্পাদক : সাহেদ আহমদ, সাহিত্য সম্পাদক : সুলব চন্দ্র দাস, প্রচার সম্পাদক : আল মাসুম রিপন ও সম্মানিত সদস্য : (১) শিতেশ দাস, সম্মানিত সদস্য (২) জাকারিয়া আহমদ। বিজ্ঞপ্তি