৯ দিন পর অফিস আদালত খুলছে আজ
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ১২:৫০:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঈদের টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। খুলবে ব্যাংক বিমা ও আদালত। যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই। এখন থেকে সকাল ৯টায় শুরু হয়ে অফিস- আদালত চলবে বিকাল ৫টা পর্যন্ত।
ইতোমধ্যেই ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানী নগরে ফিরতে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা ছিল অনেকটাই নিবিঘœ। সরকারি কর্মজীবীরা এবারের ঈদে সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে পাওয়া অতিরিক্ত ছুটি মিলিয়ে টানা ৯ দিনের অবকাশ উপভোগ করেছেন। সেই হিসাবে শনিবার (৫ এপ্রিল) সেই ছুটির আনুষ্ঠানিক ইতি ঘটেছে। আবারও চিনচেনা রূপে ফিরতে শুরু করেছে সিলেট নগর।
ঈদের আগে গত ২৮ মার্চ থেকে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটিকে কেন্দ্র করে এবার ঈদের ছুটি শুরু করেন অনেকে। কারণ ২৭ মার্চ এক দিনের জন্য অফিস খোলা থাকলেও তা কর্মচারীদের কাছে তেমন প্রভাব ফেলতে পারেনি।