বড়লেখায় ২ আ.লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৫:৫৫:০৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুস সালাম এবং দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুভাষ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে। থানার ওসি আবুল কাশেম সরকার জানান, পৃথক দুইটি মামলায় গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতাকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।