কুলাউড়া ব্যবসায়ী সমিতি নির্বাচনের মনোনয়ন বিক্রি শুরু
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৫:৫৫:৪৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ এপ্রিল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী রোববার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। প্রথমদিনে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। তারা হলেন- সাধারণ সম্পাদক পদে এম আতিকুর রহমান আখই, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন ও সাইফুর রহমান, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা এইচ ডি রুবেল, নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি।
এছাড়া ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সম্পাদক কামাল আহমদ ও জনি খান, সদস্য শেখ মো. আছকর আলী, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মুহিবুর রহমান জাবেদ ও সদস্য মো. হায়দার আলী, ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক জুবের খান, মো. খায়রুল ইসলাম ও ইকবাল আহমদ দিপু, সদস্য জসিম মিয়া, নজরুল ইসলাম সোনা, কামাল আহমদ ও আব্দুল হান্নান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড সম্পাদক আতিকুল ইসলাম ও সদস্য সুদীপ আচার্য।
তফশীল অনুযায়ী মঙ্গলবার (৮ এপ্রিল) মনোনয়ন দাখিল, বুধবার (৯ এপ্রিল) বাছাই, বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রত্যাহার ও শনিবার (১২ এপ্রিল) প্রতীক বরাদ্দ এবং ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান জানান, এ নির্বাচনে সভাপতি পদে ১ জন, সহসভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন এবং নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক (শুধুমাত্র মহিলা ব্যবসায়ীদের জন্য) ১ জন। এ ছাড়া ৮টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১ জন ওয়ার্ড সম্পাদক ও ২ জন করে ওয়ার্ড সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।